২০শে মাঘ উরস উপলক্ষে ৫ই মাঘ পবিত্র নিশান মোবারক উত্তলন
মহান সুরেশ্বর দরবার শরীফে আগত ২০শে মাঘ উরস উপলক্ষে গত শুক্রবার ৫ই মাঘ পবিত্র নিশান মোবারক উত্তলন করা হয়। এ উপলক্ষে দরবার শরীফের মাঠে পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে তবারক বিতরন করা হয়। পবিত্র মিলাদ শরীফ পরিচালনা করেন- হযরত শাহ্ সূফী সাইয়েদ আলম নূরী আল-সুরেশ্বরী (আলম শাহ্ নূরী) বাবামোন্তাজীমে গদীনশীন, মহান সুরেশ্বর দরবার শরীফ
No comments:
Post a Comment