১.হোসেন শহীদ সোহরাওয়ার্দী- অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী (উজিরে আযম)।
২.শেরে বাংলা এ.কে. ফজলুল হক- পূর্ব বাংলার মূখ্য মন্ত্রী।
৩. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী- মজলুম জনতো। তিনি অল্প বয়সেই বাবা জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর নিকট বায়াত গ্রহণ করেন। আসামের ভক্তগণের মধ্যে তিনি একজন বিশিষ্ট ভক্ত ও মুরিদ ছিলেন। মুর্শিদের প্রেমে এতটাই মকবুল ছিলেন যে, তাহার জাগতিক চরিত্রে মুর্শিদের অনুসারী হইয়া সুরেশ্বরী ক্বিবলা কা’বার মতই অতি কম দামের তাঁতের লুঙিাগ, পাঞ্জাবী, বেত নির্মিত ক্বলবের টুপী এবং চটী সেন্ডেল পরিধান করিতেন। পরবর্তীতে রাজনীতিতে গভীর ভাবে জড়াইয়া পড়ায় তাহার ত্বরিকতের ব্যাপার সমূহ সাধারণ মানুষের নিকট অজানা রহিয়া যায়।
৪.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- বাঙ্গালী জাতির জনক এবং রাষ্ট্রপ্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৫.সৈয়দ নজরুল ইসলাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী।
৬.তাজ উদ্দিন আহম্মেদ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
৭.অবঃ প্রাপ্ত ক্যাপ্টেন মনসুর আলী
৮.কামরুজ্জামান
৯.জননেত্রী শেখ হাসিনা- প্রধান মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
১০. জনাব তমিজ উদ্দিন খান- স্পীকার, অবিভক্ত পাকিস্তান।
১১. জনাব কফিল উদ্দিন চৌধুরী- মন্ত্রী অবিভক্ত পাকিস্তান।
১২. জনাব জিল্লুর রহমান- মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
১৩. জনাব গিয়াস উদ্দিন চৌধুরী- মন্ত্রী, অবিভক্ত পাকিস্তান।
১৪. ফনিভূষণ মজুমদার- মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
১৫. এম.কুরবান আলী- মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার এবং সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদ।
১৬. সাজেদা চৌধুরী- মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
১৭. আব্দুল রাজ্জাক- মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
১৮. তোফায়েল আহম্মেদ- মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
১৯. আমির হোসেন আমু- মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
২০. শেখ শহিদুল ইসলাম- মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
২১. মাওলানা নূরুল ইসলাম- প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
২২. নূরে আলম সিদ্দিকী- বিশিষ্ট রাজনৈতিক নেতা।
২৩. কামাল ইবনে ইউসুফ- মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার।
২৪. শিল্পী আব্বাস উদ্দিন- সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদ।
২৫. পল্লী কবি জসিম উদ্দিন- সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদ।
২৬. শিল্পী আব্দুল আলীম- সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদ।
২৭. ডঃ আশরাফ সিদ্দিকী- সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদ।
২৮. শিল্পী মোস্তফা জামান আব্বাসী- সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদ।
২৯. শিল্পী বেদার উদ্দিন আহম্মেদ- সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদ।
৩০. কবি সিরাজুল ইসলাম- সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদ।
৩১. আব্দুস শহীদ- বিরোধী দলীয় চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
৩২. মাওলানা আব্দুল আইয়াল- মহা পরিচালক, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।
৩৩. জাতীয় সংসদের ডিপুটি স্পিকার অবঃ কর্নেল শওকত অালী এম.পি নিয়মিত দরবার শরীফে হাজিরি পেশ করেন।
ইহা ছাড়াও তদানিন্তন ভারত বর্ষ, অতঃপর অখন্ড পাকিস্তান এবং সর্বশেষ বাংলাদেশের প্রথিতযশা রাজনীতিবিদ, কবি, শিল্পী এবং সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ পবিত্র সুরেশ্বর দরবার শরীফ জেয়ারত করিয়াছেন। প্রথম অবস্থা হইতেই দরবার শরীফে বিশিষ্ট জেয়ারতকারীদের মন্তব্য বহি তথা তালিকা সংরক্ষণ করিবার কোন নিয়ম নাই। তাই বিশিষ্ট অনেকেরই নাম অন্তর্ভূক্ত করা গেলনা।
No comments:
Post a Comment