হযরত সুরেশ্বরী ক্বিবলা কা’বার রওজা শরীফের উত্তর সংলগ্ন যে দালানটি অবস্থিত উহাই দ্বায়রা শরীফ নামে পরিচিত। হযরত সুরেশ্বরী ক্বিবলা (রাঃ) ‘দ্বায়রায়ে আহম্মদীয়া’ নামে এই দ্বায়রা শরীফ স্থাপন করিয়াছেন। হযরত সুরেশ্বরী বাবা তাঁহার প্রথম জীবনে এই ঘরেই জেকেরের মাহ্ফিল অনুষ্ঠিত করিয়াছিলেন। তখন ঘরটি টিনের ছিল পরবর্তিতে তাহা দালানে রূপান্তরিত হয়। উল্লেখ্য যে, ময়মনসিংহ জেলার একজন পূণ্যবতী ও ভক্ত মহিলা এই দালানটি নির্মাণ করাইয়া দিয়াছেন।
এই দ্বায়রা শরীফের অভ্যন্তরে
একটি কোঠায় পাঁচটি আসন সংরক্ষিত রহিয়াছে। এই পাঁচটির মধ্যে একটি বাদশাহী
তখ্তের অনুরূপ বৃহদাকার আসন। এই আসনটি সর্বশেষ নবী হযরত রাসূলে করিম
(সাঃ), হযরত মুসা (আঃ), হযরত ঈসা (আঃ) এবং হযরত দাউদ (আঃ) এর রূহানীর সাথে
সম্পর্কযুক্ত। ইহাছাড়া বাকী চারটি আসন, হযরত বড় পীর গাউছুল আজম, মাহ্বুবে
ছোবহানী শেখ আব্দুল কাদের জিলানী (রাঃ), হযরত খাজায়ে খাজেগাঁ গরীব
নেওয়ায মঈনুদ্দিন চিশ্তি (রাঃ), হযরত শেখ আহ্মদ ছেরহেন্দী এমামে রাব্বানী
মোজাদ্দেদ আল ফেছানী (রাঃ) এবং নক্শেবন্দী বাবা বাহাউদ্দিন (রাঃ) এর সাথে
রূহানী সম্পর্কযুক্ত। ইহা ব্যতীতও এই হুজরা শরীফের সহিত হযরত সুলতানে
বেলায়েতে-বাংলা অর্থাৎ বেলায়েত সম্রাট শাহ্ জালালউদ্দীন ইয়েমনী ও সিলেটি
(রাঃ), হযরত শাহ্ বদিউদ্দীন কোতএব মাদার (রাঃ) ও হযরত শাহ্ বু’আলী কলন্দও
পানিপথী (রাঃ) এর রূহানী সম্পর্ক ও বিদ্যমান রহিয়াছে। এই জন্যই স্বয়ং
সুরেশ্বরী ক্বিবলা কা’বা (রাঃ) এই হুজরা শরীফে মা ফাতেমা (রাঃ), ঈমাম
সাহেবদ্বয় ও হযরত আলী (আঃ) এর নজর নেয়াজ অর্পণ করিতেন এবং অন্যান্য
বিপন্ন ব্যক্তিদেরও অর্পণ করিতে বলিতেন।
No comments:
Post a Comment